This is the winning entry of the Children’s Day Essay Writing Contest (2017) by Partha Sarathi Mukherjee, father of Hulk of Class VIII, where the parents were asked to write about a specific incident which made them proud of their child.
মনের কোণে গল্পগুলো কিলবিলিয়ে ওঠে,
গল্প তো নয়, সত্যি কথা, খই-এর মতো ফোটে।
আমার ছেলে নয় তো মোটেই ‘জিনিয়াস’ সেটা মানি,
কিন্তু সেযে সহজ সরল নরম মনের জানি।
প্রতি বছর পুজোর বাজি কেনার হিড়িক থাকে,
এবারেতেও যাবো জানি সঙ্গে নিয়ে তাকে।
বাজির কথা যেই না বলা অবাক হলাম ভারি,
বলে কিনা, বাজির সাথে করব এবার আড়ি।
বাজি মানেই ঘটায় দূষণ- বায়ুদূষণ শব্দদূষণ,
দূষণ আমি করব না কো, করছি এবার পণ।
তাইত এবার কোনো বাজিই কিনবো না নিশ্চিত,
আমার মতোই সক্কলেরই এটাই করা উচিত।
গর্বে আমার চোখ ছল ছল ছেলের কথা শুনে,
এমনটাই তো হবার কথা শিক্ষালাভের গুণে।
গর্বিত আমি ধন্য আমি- কত্তবড় হয়ে গেছিস।
নিজের কথা সরিয়ে রেখে দশের কথা ভাবিস।
তোমার এই সুন্দর লেখন খানি
মোদের সবাকার চেতন আনবে জানি |
LikeLike
Dhanyabad Subrata
LikeLike