This poem was written by Md. Hasanuzzaman for his little daughter, Anusha which was the winning entry in the Children’s Day essay writing contest (2015).
আমার অনু (অনুষা) ছোট্ট সোনা
ফুলের কুঁড়ি যেমন
বর্ণ গন্ধ সকল নিয়ে
লুকিয়ে থাকে কেমন।
শুয়ো যেমন গুটির ভেতর
দেয় না কোন সাড়া
প্রজাপতি হওয়ার দিকে
নেই কোন তার তাড়া।
মিষ্টি হাসি দুষ্টুমিতে
আধো আধো কথা
চাই না আমি বড় হয়ে
হক কোন কেউকেটা।
কেউ শিক্ষক কেউ ডাক্তার
আরও কত নামজাদা
যেদিকে তাকাই চোখে পড়ে শুধু
রাজনৈতিক দাদা।
ফোকলা দাঁতের ফোকলা হাসি
আজকে বড়ই অভাব
তোমার আমার সবার মুখে
বিষণ্ণতার ছাপ।
আদর যত্নে জড়িয়ে ধরে
রাখবো কোলে কাঁধে
আমার স্বপ্ন আমার অনু
ছোট্ট যেন থাকে।
whoopseey excelent Md. Hasanuzzaman you about child so much father would be like you .
LikeLike